আবার ইডির ডাক, ঘণ্টা দুয়েক জেরা কুণাল ঘোষকে

কলকাতা: বহু কোটির সারদা কেলেঙ্কারির ব্যাপারে তদন্তকারী সংস্থা এনফোর্স ডিরেক্টরেট বা ইডি (ED) বুধবার দ্বিতীয় বারের জন্য জেরা করল সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষকে । এদিন কুণালবাবু সিজিও কমপ্লেক্সে সংস্থার অফিসে গেলে তাঁকে প্রায় দু’ঘণ্টা জেরা করা হয়। ইডি সূত্রে সংবাদ সংস্থা পিটিআইকে জানানো হয়েছে, প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে অভিযোগ, তিনি সারদার সংবাদমাধ্যমের হয়ে টাকা তুলতেন। ওই সূত্র জানাচ্ছে, ‘‘আমরা অনুসন্ধান করছি যে ফান্ড সারদা গ্রুপ থেকে কুণালবাবুর কাছে আসত সে ব্যাপারে। এবং অর্থ তছরুপের ব্যাপারটাও।” ২০১৩ সালের অক্টোবরেও কুণাল ঘোষকে এই মামলার জন্য জেরা করেছিল তদন্তকারী সংস্থা।
সারদা গ্রুপ দু’টি সংবাদপত্র প্রকাশ করত— বেঙ্গল পোস্ট ও সকালবেলা। ২০১৩ সালের এপ্রিল মাসে সারদা কেলেঙ্কারি সকলের সামনে আসার পরে সেই কাগজ দু’টি বন্ধ করে দেওয়া হয়।

