কলকাতা প্রেস ক্লাবে গ্রাম কৃষ্টি উৎসব

সত্যজিৎ চাকাবর্তী : কলকাতা প্রেস ক্লাবে গ্রাম কৃষ্টি উৎসব< এখানে উপস্থিত হয়ে ছিল কৃষি কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু উৎসব প্রাঙ্গন ঘুরলেন দেখলেন এখানে পশরা নিয়ে আসা শিল্পীদের কাজকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন শিল্পীদের সঙ্গে সরাসরি কথাও বললেন. এক সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় বিভিন্ন গ্রামের শিল্পীরা মন্ত্রীর হাতে তাদের নির্মিত সামগ্রী তুলে দেন পর পর মন্ত্রী গ্রহণ করে বলেন এতো অভূতপূর্ব শিল্পীদের হাত ক্লাব সভাপতি আই উৎসবের তাৎপর্য কি সেটা জানান উপস্থিত দর্শকদের. পূর্ণেন্দুবাবু বলেন এমন একটা উৎসবে আসলাম বলে জানতে পারলাম আমাদের রাজ্যে কোনায় কোনায় কত প্রতিভাবান শিল্পীরা আছে আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি আগামী দিনে এমন কোনো উৎসব করলে আমাকে জানাবেন আমার নজরে আসা শিল্পীদের এখানে অংশগ্রহণ যাতে করাতে পারে চেষ্টা করবো. সেই কারনে আমি কারিগরি শিক্ষার ডিগ্ৰী / ডিপলমার উপর জোর না দিয়ে হাতে-কলমের কাজের উপর জোর দিয়েছি. আই টি আই / সি টি আই এমন অন্য সকল শিক্ষার উপর.

