গ্রেফতার মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদ, পাঠানো হয়েছে জেলে: পাক সংবাদমাধ্যম

নিউ দিল্লি: মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সঈদকে গ্রেফতার  করে জেলে পাঠানো হয়েছে, পাক সংবাদমাধ্যমগুলিকে উদ্ধৃত করে এমনই চাঞ্চল্যকর খবর প্রকাশ করল সংবাদসংস্থা এএনআই। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে বলেই পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের প্রধান হাফিজ সঈদের  বিরুদ্ধে পাকিস্তানে ২৩ টি সন্ত্রাসের মামলা রয়েছে এবং ২০০৮-এ ভারতে মুম্বই সন্ত্রাস হানারমূল চক্রীও এই হাফিজ সঈদ। ভারতের ওই কুখ্যাত জঙ্গি হানার পরেও হাফিজ সঈদকে দেখা গেছে পাকিস্তানে খোলাখুলি ভাবে ঘুরে বেড়াতে। চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়ে পাকিস্তান হাফিজ সঈদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দায়ের করে। পাকিস্তানের পাঞ্জাব পুলিশের সন্ত্রাস বিরোধী বিভাগের প্রথম রিপোর্টে সন্ত্রাসে অর্থ যোগানো ও আর্থিক তছরুপ সহ একাধিক অপরাধের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।