চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে সিবিআইয়ের জেরা দুই প্রাক্তন আমলাকে

কলকাতা , ৫ অক্টোবর:-এবার সিবিআইয়ের জেরার মুখে পড়লেন রাজ্যের দুই প্রাক্তন আমলা৷ এই দুই অফিসারকে দফায় দফায় জেরা করলেন সিবিআই আধিকারিকরা৷ কলকাতা ও দিল্লিতে এদের জেরা চলে৷ সিবিআইয়ের জেরার মুখে রাজ্যের প্রাক্তন অতিরিক্ত স্বরাষ্ট্রসচিব দীনবন্ধু ভট্টাচার্য এবং আইএএস তথা প্রাক্তন পর্যটন সচিব রাঘবেন্দ্র সিং৷

চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে এঁদের জেরা করা হয়েছে বলে জানা গিয়েছে৷ প্রাক্তন আমলা ও আইএএস অফিসারকে তলব করে সিবিআই৷ কলকাতার সিবিআই দফতরে হাজিরা দেন দীনবন্ধু ভট্টাচার্য। বেশ কয়েক দফা জেরা করা হয় তাঁকে৷তবে সাংবাদিকদের সামনে জেরা নিয়ে কোনও কথা বলতে চাননি তিনি৷

ওয়াকিবহাল মহলের মতে চিটফান্ড কাণ্ডে ফের তৎপর হয়ে উঠেছে সিবিআই। বেশ কয়েকজন আধিকারিক তাদের জেরার মুখে পড়েছে৷ এবার তাদের নিশানায় রাজ্যের প্রাক্তন আমলা এবং আইএএস অফিসার।