জীবনে ঘটে যাওয়া একের পর এক ঘটনা লৌকিক না অলৌকিক? উত্তর পাবেন আজ রাত আটটায়

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : সবার জীবনেই এমন অনেক ঘটনা আছে, যার উত্তর হয়ত চট করে মেলে না। জবাব হাতড়াতে গিয়ে তার সন্ধান না পেলে একসময় সেই ঘটনাকে ফেলে দেওয়া হয় অলৌকিক ঘটনার তালিকায়। স্বাভাবিক ভাবেই উত্তর মিললে সেটা লৌকিক। কিন্তু লৌকিক-অলৌকিক বলে আদৌ কি কিছু আছে? নাকি কিছু ভণ্ড, প্রতারক আমাদের মতো সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে যাচ্ছে দিনের পর দিন। এতগুলো প্রশ্নের সমস্ত উত্তর আজ থেকে প্রতি উইকএন্ডে নিয়ে আসছে স্টার জলসা । তাদের নতুন ফিকশন শো ‘অলৌকিক না লৌকিক’ নিয়ে।ধারাবাহিকটি শুরু হচ্ছে পাঁচ বন্ধুকে নিয়ে। দলপতি বিক্রম চ্যাটার্জী তরুণ বিজ্ঞানে স্নাতক। একটি ঘটনার পরে সে তার বন্ধুদের নিয়ে যায় স্ব-ঘোষিত দেব-পুরুষের কাছে। প্রস্তাব দেয় তাদের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য। বিক্রম ও তার বন্ধুরা সেই জাল স্বঘোষিত ধর্মগুরুর সমস্ত ভন্ডামি একের পর এক তুলে ধরে সাধারণের সামনে। যদিও অপরাধীরা বিক্রম ও তার বন্ধুদের থামাতে অনেক চেষ্টা করে। কিন্তু বিক্রমের বৈজ্ঞানিক শিক্ষার কাছে হার মানে তাদের জারিজুরি। এবং ভন্ড সাধুবাবারা অপরাধী হিসেবে চিহ্নিত হয় আইনের চোখে।

