তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক, আলোচনার পরই চূড়ান্ত হতে পারে প্রার্থী তালিকা

বাজল ভোটের ঘণ্টা। এবার লোকসভা ভোট ৭ দফায়। ১১ এপ্রিল থেকে শুরু। ১৯ মে শেষ দফার ভোট। গণনা ২৩ মে। লোকসভা ভোটের সঙ্গে বিধানসভা ভোট হবে অন্ধ্রপ্রদেশ, অরুণাচলপ্রদেশ, ওড়িশা এবং সিকিম, এই চার রাজ্যে। জম্মু-কাশ্মীরে আপাতত বিধানসভা ভোট হচ্ছে না।

প্রার্থী চূড়ান্ত করতে মঙ্গলবার দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে বৈঠক । প্রার্থী তালিকা নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷ বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের নির্বাচনী কমিটির ১২ সদস্য। বৈঠকে থাকবেন দলের জেলা সভাপতিরা। তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক হবে । বৈঠকের পরই চূড়ান্ত হতে পারে প্রার্থী তালিকা ৷

অন্যদিকে, সোমবার দিল্লিতে অমিত শাহ-রাজ্য বিজেপি বৈঠক ৷ বৈঠকে কৈলাস বিজয়বর্গী, দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন ৷ উপযুক্ত প্রার্থী না মেলায় উদ্বিগ্ন গেরুয়া শিবির ৷ তৃণমূলের প্রার্থী তালিকায় নজর বিজেপির ৷ তৃণমূল প্রার্থী ঘোষণা করলেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি বলে মনে করা হচ্ছে ৷