দুই দুষ্কৃতী হাত থেকে লক্ষ্যাধিক টাকা ছিনতাই করে চম্পট দিলে

জয়ন্ত সাহা আসানসোল (খবর ২৪)  :  গত রবিবার রাতে। দুই দুষ্কৃতী এক চাল ব্যবসায়ী বিজয় গোয়েলর স্ত্রী পুষ্পা গোয়েলর হাত থেকে লক্ষ্যাধিক টাকা ছিনতাই করে চম্পট দেয়। ব্যবসায়ী সুত্রে জানা যাই দুই দুষ্কৃতী পালসার বাইক নিয়ে এসেছিল । ঘটনাটি ঘটে কুলটি থানার নিয়ামতপুর চক্রবর্তী পাড়ার সামনে। চাল ব্যবসায়ী রাত ৮টা নাগাদ দোকান বনধ করে আসার সময় এই ঘটনাটি ঘটে । বিজয় গোয়েল দোকান বনধ করার সময় পুষ্পা গোয়েল একটু এগিয়ে যাওয়াতে হটাৎ দুই দুষ্কৃতী পালসারে এসে ব্যগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাই। নিয়ামতপুর ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে । সোমবার নিয়ামতপুর ফাঁড়িতে ব্যবসায়ী বিজয় গোয়েল অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে ।