ফের সেরা কৌশিক গাঙ্গুলি, শ্রেষ্ঠ ছবি ‘নগরকীর্তন’

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : বরাবরই ভালোবাসার গল্প শোনান পরিচালক কৌশিক গাঙ্গুলি । ‘নগরকীর্তন’-এ সেই গল্পই বলেছেন। তবে ভিন্ন ছকে। চারটি জাতীয় পুরস্কার জয়ী এই ছবিতে কৌশিক দেখিয়েছেন, বনমালি মধু আর অন্তরে রাধা হয়েও বাইরে রাধা হয়ে উঠতে না পারা পুঁটির অ-সম প্রেম। সমাজ আজও এই ভালোবাসাকে সম্মান না জানালেও দেশের পর এবার বিদেশ সেই ভালোবাসার গন্ধ মাখা ছবিকে সম্মান জানালো আরও একবার। সার্ক ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ (South Asian film festival of The South Asian Association for Regional Cooperation) ‘নগরকীর্তন’ আরও একবার জিতে নিল চারটি পুরস্কার। ছবিতে মধু বাঁশিওয়ালার ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। পুঁটি ঋদ্ধি সেন। দু-জনের এই যুগলবন্দি ছবিতে আলাদা মাত্রা এনে দিয়েছে।

