বদলে যাবে দার্জিলিং বিশ্ববিদ্যালয়ের নাম? নাম বদল করতে বিল পাস বিধানসভায়

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : কলকাতা: বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দার্জিলিং হিলস ইউনিভার্সিটি অর্থাৎ দার্জিলিং হিলস বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করতে একটি সংশোধনী বিল পাস হল। ওই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে গ্রিনফিল্ড ইউনিভার্সিটি অর্থাৎ গ্রিনফিল্ড বিশ্ববিদ্যালয় রাখার প্রস্তাব পাস হয়।গত বছরেই দার্জিলিংয়ের পাহাড়ের কোলে এই এই গ্রিনফিল্ড ইউনিভার্সিটি তৈরির জন্যে একটি বিল পাস হয়।যদিও পাহাড়ের স্থানীয় মানুষদের মতে ওই অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের নাম দার্জিলিং নামটির সঙ্গে মিলিয়ে দিলেই ভাল হত।তবে বুধবারই রাজ্য বিধানসভায় গ্রিনফিল্ড ইউনিভার্সিটি (সংশোধনী) বিল ২০১৯ পাস হয়ে যায়।