বিজেপির চাণক্য ‘মেড ইন চায়না’! কাজ করছেন তৃণমূলের হয়ে, কটাক্ষ অভিষেকের

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : দলবদল করা নির্বাচিত সদস্যদের ফের দলে ফিরিয়ে আনতে পেরে খুশি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে তিনি মুকুল রায়কে কটাক্ষ করেন। তিনি বলেন বিজেপির চাণক্য মেড ইন চায়না। তার আরও কটাক্ষ, বিজেপি আগে কাঁচড়াপাড় সামলাক পরে পশ্চিমবঙ্গ।বিজেপির চাণক্য মেড ইন চায়না’ ২৮ মে দিল্লিতে দলবদল করে বিজেপি যোগ দিয়েছিলেন, কাঁচড়াপাড়া, হালিশহর ও নৈহাটির তৃণমূলের পুর প্রতিনিধিরা। সেদিন দলবদল হয়েছিল মুকুল রায়ের হাত ধরে। একে একে তাঁরা ঘরে ফিরেছেন। এদিন তৃণমূল ভবনে পুরপ্রধান এবং উপ পুরপ্রধান-সহ কাঁচড়াপাড়ার নয় কাউন্সিলর তৃণমূলের ফিরে আসেন। এরপরেই মুকুল রায়কে কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যা। তিনি বলেন, দলবদল করিয়ে দিল্লির কাছে নম্বর বাড়ানোর চেষ্টা হয়েছিল।ঘরে নেই নুন, ছেলের নাম মিঠুন’ মুকুল রায় এদিন দাবি করেছিলেন, রাজ্যের অন্তত একশো সাতজন বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এপ্রসঙ্গে কটাক্ষ করেন অভিষেক। তিনি বলেন, নিজের পাড়ার কাউন্সিলরদের রক্ষা করতে পারলেন না। নিজের ছেলেকে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি আগে কাঁচড়াপাড়া সামলাক, পরে পশ্চিমবঙ্গ সামলাবে। মুকুল রায়ের হাসপাতালে যাওয়া নিয়ে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, তাঁর কাছে খবর রয়েছে মুকুল রায় গিয়েছিলেন হাসপাতালে। এপ্রসঙ্গে তাঁর কটাক্ষ ২ দফাতেই যদি এই অবস্থা হয়, তাহলে সাত দফায় আইসিইউতে যেতে হবে তাঁকে। এই কথা উঠে আসে কেন্দ্রীয় বিজেপি নেতাদের মুখে ছিল সাত দফার দলবদলে রাজ্য থেকে ফিনিস হয়ে যাবে