বিদায় আপনজন! দীর্ঘ রোগভোগ শেষে প্রয়াত চলচ্চিত্রাভিনেতা স্বরূপ দত্ত

কলকাতা: ১৯৬০ বা ১৯৭০ দশকের বাংলা সিনেমা বলতেই যে কজন অন্যরকমের অভিনেতার কথা মনে পড়ে, তাঁদেরই মধ্যে একজন ছিলেম প্রবীণ অভিনেতা স্বরূপ দত্ত । একে একে বাংলা সিনেমাকে ছেড়ে গত হয়েছেন স্বর্ণযুগের সেই তারকারা। সেই পথেরই পথিক হয়ে গেলেন অভিনেতা স্বরূপ দত্ত। চলচ্চিত্রে বহুমুখী ভূমিকা জন্য সুপরিচিত এই অভিনেতা আজ, বুধবার কলকাতা শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।পরিবার সূত্রের খবর, শনিবারই হাসপাতালের ভর্তি করা হয় স্বরূপ দত্তকে। নিজের বাড়িতেই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। আজ ভোর ৬.১০ নাগাদ মৃত্যু হয় তাঁর। দীর্ঘকাল ধরেই বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৮। রেখে গেলেন তাঁর স্ত্রী ও ছেলেকে। স্বরূপ দত্তের ছেলে শরন দত্ত নিজেও একজন অভিনেতা।