ভার নিতে পারছে না সেতু, বিপজ্জনক হয়ে পড়ায় বন্ধ হৃষিকেশের লক্ষ্মণ ঝুলা

খবর ২৪ : দেরাদুন: হৃষিকেশের গঙ্গা নদীর উপর অবস্থিত ঐতিহাসিক ‘লক্ষ্মণ ঝুলা’ শুক্রবার (১২ জুলাই) থেকে বন্ধ করে দেওয়া হল । বিশেষজ্ঞরা মনে করছেন যে ওই সেতুটি আর ভার বহন করতে পারছে না। এলাকার প্রশাসনির আধিকারিকরাই এই তথ্য জানিয়েছেন। অতিরিক্ত সচিব ওম প্রকাশ বলেন, বিশেষজ্ঞদের একটি দল সেতুটির সাম্প্রতিক অবস্থা খুঁটিয়ে দেখে সেটি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। তাঁরা (বিশেষজ্ঞরা) মনে করছেন যে সেতুটির বেশিরভাগই অংশই বর্তমানে ‘খুব দুর্বল’ হয়ে পড়েছে, বা ‘ভেঙে পড়ার মতো অবস্থায়’ রয়েছে। এই লক্ষ্মণ ঝুলাটি ১৯২৩ সালে হৃষিকেশের গঙ্গা নদীর উপর নির্মিত হয়েছিল,এতদিন পর্যন্ত লক্ষ্মণ ঝুলা হৃষিকেশ তীর্থযাত্রীদের এবং পর্যটকদের কাছে আকর্ষণের একটি প্রধান কেন্দ্র ছিল। প্রকাশ জানিয়েছেন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন যে এই সেতুটির উপর সব ধরণের যাতায়াত অবিলম্বে বন্ধ করা উচিত , কেননা এই সেতুটি আর অসংখ্য মানুষের ভার নেওয়ার মতো ক্ষমতায় নেই।

