মামলা হস্তান্তরের দাবিতে সুপ্রিম কোর্টে ভারতী ঘোষ

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ :নয়াদিল্লি: রাজ্য পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি কোনও স্বাধীন সংস্থাকে হস্তান্তরের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনের আবহে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলায় ১০টি এফআইআর রুজু করা হয়। এমনকী, ভোটের পরে আরও চারটি মামলা এফআইআর দায়ের করা হয়। ভারতীর বক্তব্যের বিরোধিতা করে রাজ্য সরকার জানায়, বিষয়টিতে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। বরং মামলাটি হাইকোর্টে স্থানান্তরিত করা উপযুক্ত পদক্ষেপ হবে বলে জানায় মন্তব্য করে রাজ্য সরকার।