মুকুল গড়ে ‘হাতছাড়া’ পুরসভা! ঘরে ফিরলেন তৃণমূলের ৯ কাউন্সিলর

মুকুল গড়ে অবিশ্বাসের বাতাবরণ। ঘরে ফিরে গেলেন তৃণমূলের নয় কাউন্সিলর। এদিন বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন ১০ জন কাউন্সিলর। যাঁদের ১ জন হলে পাশের হালিশহরের। এদিন ৯ জনের ঘরে ফেরায় কাঁচড়াপাড়া ফের তৃণমূলের দখলে এল।কাঁচড়াপাড়া পুরসভা তৃণমূলের দখলে দেড় মাসের মধ্যেই কাঁচড়াপাড়া পুরসভা তৃণমূলের দখলে। এদিন তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কাঁচড়াপাড়ার নয় কাউন্সিলর তৃণমূলে যোগ দেন। ২৪ সদস্যের কাঁচড়াপাড়া পুরসভায় তৃণমূলের সদস্য সংখ্যা দিয়ে দাঁড়াল ১৯তে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ নয়জন এদিন তৃণমূলে যোগ দেন।
পুরসভায় বর্তমান পরিস্থিতি ২৪ সদস্যের কাঁচড়াপাড়া পুরসভায় ২২ জন ছিলেন তৃণমূলের। একজন নির্দল আর একজন ছিলেন বিজেপির। লোকসভা ভোটের পর ২২ জনের মধ্যে ১৭ জন দলবদল করেন। ৫ জন তৃণমূলেই থেকে গিয়েছিলেন। দিন কয়েক আগে বিধানসভায় গিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন ৫ কাউন্সিলর। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১০-এ। সেইদিন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, দিন কয়েকের মধ্যে কাঁচড়াপাড়া পুনর্দখল করবে তৃণমূল।
লোকসভা ভোটের পরে ভাঙন লোকসভা ভোটের পর ব্যারাকপুর লোকসভা জুড়ে তৃণমূলে ভাঙন দেখা দেয়। একে একে কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটির কাউন্সিলররা দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন। মে মাসের শেষের দিকে সেই যোগদান পর্বে, ১৭ জন কাউন্সিলর দলবদল করার কাঁচড়াপাড়া গিয়েছিল বিজেপির দখলে।