রঙ্গবতী-র নাচের ছন্দে মেতেছেন নাইজেল, মানালি, দেবলীনা, ওম

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : সকাল থেকেই ঝলমলে সোনা রোদ জানান দিচ্ছিল পুজো প্রায় দোরগোড়ায়। প্রতিবছরের মতো তারই তোড়জোড়ে মাতল ত্রিধারা সম্মিলনী ক্লাব । শুক্রবার উল্টোরথের দিনে একাধিক গুণীজনের উপস্থিতিতে ত্রিধারা ধুমধাম করে সারল খুঁটিপুজো । অনুষ্ঠান শুরু হয় পুরোহিত মশাইয়ের মন্ত্র উচ্চারণে। বাদ ছিল না মঙ্গল আরতি, পুষ্পাঞ্জলিও। সারাক্ষণ খুঁটিপুজোর খুঁটিনাটি সপরিবারে সামলান পুজোর প্রধান উদ্যোক্তা মেয়র পারিষদ দেবাশিস কুমার। ত্রিধারার এই খুঁটিপুজো আরও রঙিন হল ‘রঙ্গবতী’র নাচ আর গানের তালে। এই বিশেষ দিনে উৎসবের আঙ্গিনায় মুক্তি পেল উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি গোত্র-র এই আইটেম সং।ছবির টিজার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মাতাচ্ছে। তারই ঝলক দেখা গেল শুক্রবারের উৎসব প্রাঙ্গনে। সোনা ঝরা রোদ আর বৃষ্টি গায়ে মেখে একঝাঁক দর্শক, সাংবাদিকের সামনে গানের তালে নেচে উঠলেন ছবির অন্যতম চরিত্র নাইজেল আকারা, মানালি মনীষা দে, দেবলীনা কুমার, ওম ও সহশিল্পীরা। পাশে দাঁড়িয়ে তখন গানের কলি গুনগুন করছেন ভূমি-খ্যাত সুরজিত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী। সুরজিতের কম্পোজিশনে এই গানে সুরজিতের সঙ্গে গলা মিলিয়েছেন ‘প্রাক্তন’ শিল্পী। সুরজিৎ, ইমন দু-জনেই জানালেন, ‘ওড়িয়া গানের এই বাংলা ভার্সান ইতিমধ্যেই সোশ্যালে লাইক পেয়েছে চার লক্ষ। ভিউয়ার্স ছাড়িয়েছে ৫০ হাজার। গান গাওয়ার সময় থেকে আমরা নাচছি। আশা, এবারের পুজো-প্যান্ডেলে রঙ্গবতীর সঙ্গে নাচবে এই প্রজন্ম।‘গানের দশ্যে দেবলীনা কুমার আর ওমের সঙ্গে নেচেছেন মানালি-নাইজেলও। তাঁরাও খুশি গলায় জানালেন, ‘আজ বৃষ্টিতে ভিজে নাচলাম। এর আগে গানের পিকচারাইজেশনের সময় ওড়িশায় রোদে পুড়ে নেচেছি।‘টিম রঙ্গবতী ছাড়াও অনুষ্ঠানে দেখা যায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী হৈমন্ত্রী শুক্লাকেও। সবার অনুরোধে হৈমন্তী আকাশবাণীর মহালয়ার একটি গানের পাশাপাশি শোনান তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম গান ‘গানই সর্বশ্রেষ্ঠ সাধনা।’ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবাশিস বসু।

