লক্ষ্যপূরণে সফল ইমপা, সিনেমার টিকিটে সার্ভিস চার্জ বাড়ানোর অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ :কলকাতা: একের পর সিনেমা হল বন্ধ। তার ওপর জিএসটি চালু হওয়ার পর থেকে দর্শকের কথা ভেবে সিনেমার টিকিটে সার্ভিস চার্জ নেওয়ার অনুমতিও মেলেনি। সব মিলিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত থাকা অসংখ্য মানুষের। একই সঙ্গে প্রেক্ষাগৃহের মালিকদেরও। রাজ্য সরকারের কাছে অনেক আবেদন-নিবেদন জানিয়েও কোনও ফল না মেলায় গত ১০ জুলাই থেকে অনির্দিষ্ট কালের জন্য রাজ্যব্যাপী সিনেমা হল বন্ধের ডাক দিয়ে সাংবাদিক সম্মেলন করেছিল ইস্ট ইন্ডিয়া মোশন পিকচারর্স অ্যাসোশিয়েশন (EMPA)। ধর্মঘটে বসার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছোয় ইমপার দাবি সম্বলিত স্মারকলিপি। এরপরেই মুখ্যমন্ত্রী সিনেমার টিকিটের ওপর সার্ভিস চার্জ বাড়ানোর সম্মতি দেওয়ায় আর ধর্মঘটের পথে হাঁটছেন না প্রেক্ষাগৃহের মালিকরা।

