সংহিতা রায়ের কবিতার বই প্রকাশ সল্ট লেক বি ডি ব্লক মঞ্চে

সংহিতা রায় সুদূর ইংল্যান্ডের বোল্টন শহরের সফ্টওয়ার প্রোগ্রামিং-এ কর্মরতা কাজের ফাঁকে কবিতা লেখার নেশায় আবদ্ধ হয়ে পরে সেই নেশাকে বাস্তবায়িত করতে একটা কবিতার পুস্তকই ছাপার অক্ষরে মানুষের কাছে তুলে ধরতেই আজকের এই অনুষ্ঠানে কবিতা পাঠ / নৃত্য / আলোচনা অংশ গ্রহণ করে এলাকার গুণীজন ব্যক্তিরা এর মধ্যে কবির ইতিকথা নিয়ে নানা আলোচনা কবি সাংবাদিকদের সদর অভিনন্দন জানান সঙ্গে সঙ্গে কবিতার বিষয় বস্তু নিয়ে আলোচনা বর্তমানে তিঁনি বিডি ব্লকের বাসিন্দা এখানে কিছুদিন থাকার পর চলে যাবেন আবার নিজের কর্মস্থলে তাই তার মন একটু ভারাকান্ত.- ছবি ও লেখা সত্যজিৎ চক্রবর্তী

