সোনার শাড়ির পর ফের দুর্গাপুজোয় থিমের চমক নিয়ে হাজির লেবুতলা পার্ক

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : কলকাতা: থিমের প্রতিযোগিতায় ফের প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে তৈরি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্ক ৷ সোনার শাড়ির পর ফের সোনার থিম নিয়ে তৈরি পুজো উদ্যোক্তারা ৷ এবার সোনার মূর্তিতে দেবী দুর্গার আহবান করবে লেবুতলা পার্ক ৷ প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে এই সোনার দুর্গাপ্রতিমা ৷দু’বছর আগে অগ্নিমিত্রা পলের ডিজাইন করা ২০ কেজির সোনার শাড়িতে সেজে উঠেছিল সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমা ৷ ২০১৭ সালে ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছিল প্রতিমার সেই সাজ ৷ এবার বাজেট ১৭ কোটি টাকা ৷ ১২ ফুট উচ্চতার ৫০ কিলোগ্রাম ওজনের সোনার এই প্রতিমা তৈরির দায়িত্ব শিল্পী মিন্টু পালের কাঁধে ৷ এর আগে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বানানোরও কৃতিত্ব রয়েছে এই প্রতিমা শিল্পীর ঝুলিতে ৷উদ্যোক্তাদের দাবি, এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে দামি দুর্গা ৷ পুজোর সাধারণ সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, এক সর্বভারতীয় স্বর্ণ বিপণীর উদ্যোগে তৈরি হচ্ছে এই প্রতিমা ৷ ৮৪ তম বর্ষে এটাই সন্তোষ মিত্র স্কোয়ারের চমক ৷ এর সঙ্গেই পুজোর ঢাকে কাঠি পড়ল বলে, এখন শুধু মন্ডপে পর্দা ওঠার পালা ৷