৫০ পেরোল ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ফের হিট সোনাদা-আবির-ঝিনুক ত্রয়ী

নিজেস্ব সংবাদদাতা খবর ২৪ : প্রথমবার পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় যখন ইতিহাসের অধ্যাপক সোনাদা এবং তাঁর দুই সাগরেদ আবির আর ঝিনুককে সামনে এনেছিলেন, তখন একটু দ্বিধাই ছিল তাঁর মনে। ফেলুদা, ব্যোমকেশ যেভাবে রাজপাট চালাচ্ছে বাংলা সিনে দুনিয়ায়, সোনাদা কি পারবে তাঁদের ছাপিয়ে দর্শকমনে ছাপ ফেলতে? প্রথম ছবি ‘গুপ্তধনের সন্ধানে’ রমরমিয়ে ৫০ দিন চলার পর পরিচালক স্বস্তির শ্বাস ফেলেছিলেন, সোনাদাকে জিতিয়ে দিয়েছে জনতা-জনার্দন।

