প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের থেকে ৫১ রানে এগিয়ে থাকল নিউজিল্যান্ড

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: যেখানে একদিনের সিরিজ শেষ করেছিল ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team) সেখান থেকেই শুরু হল টেস্ট। ওডিআই-এর হার থেকে বেরিয়ে টেস্টে জ্বলে উঠতে এখনও পর্যন্ত ব্যর্থ ভারতের সব ডিপার্টমেন্ট। প্রথম টেস্টের প্রথম দিন ওয়েলিংটনে ভারত থেমেছিল ১২২-৫-এ। সেখান থেকে দ্বিতীয় দিন ভারতীয় দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ১৬৫ রান। ভারতের টপ অর্ডার তো প্রথম দিনই প্যাভেলিয়নে ফিরে গিয়েছিল। হাল ধরেছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। কিন্তু দ্বিতীয় দিন তিনি ৪৬ রান করে আউট হয়ে গেলেন। ভারতের ব্যাক্তিগত এটিই সর্বোচ্চ রান। ঋষভ পন্থের উপর এই ম্যাচে ভরসা রাখা হয়েছিল ঋদ্ধিমান সাহার আগে। কিন্তু তিনিও ১৯ রান করে আউট হয়ে গেলেন।মহম্মদ শামি ২০ বলে ২১ রান করলেন শেষ বেলায়। এ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন ০ ও ইশান্ত শর্মা পাঁচ রান করে আউট হলেন। কেইল জ্যামিসন প্রথম দিনই বল হাতে দাপট দেখিয়েছিলেন এদিন বাজিমাত করলেন টিম সাউদি। চার উইকেট তুলে নিলেন তিনি।নিউজিল্যান্ড বনাম ভারত: দ্বিতীয় দিনের শেষে ৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড জবাবে ব্যাট করতে নেমে শুরুটা যদিও ভালো হয়নি নিউজিল্যান্ডের। দুই ওপেনার টম লাথাম ও টম ব্লান্ডেল ১১ ও ৩০ রান করে ফিরে যান প্যাভেলিয়নে।এর তিন ও চার নম্বরে নেমে দলের ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলর। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন উইলিয়ামস‌। ১৫৩ বলে ১১টি বাউন্ডারি হাঁকুয়্ ৮৯ রান করেন তিনি। শামির বলে আউট হন শেষ পর্যন্ত। শততম ম্যাচ খেলতে নামা রস টেলরের সংগ্রহ ৪৪।