২০২২ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আজ সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা ফরেস্ট ডেভলপমেন্ট করপরেশন চেয়ারম্যান শ্রীতপন দাশগুপ্ত

সত্যজিৎ চক্রবর্তী :সপ্তগ্রাম, হুগলী, আসন্ন ২০২২ মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে আজ সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তথা ফরেস্ট ডেভলপমেন্ট করপরেশন চেয়ারম্যান শ্রীতপন দাশগুপ্ত মহাশয় বাগাটি শিবচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয় এবং তরণী সাঁতরা উচ্চ বিদ্যালয় পরীক্ষাথীদের “জল ও চকলেট” প্রদান করলেন, সঙ্গে ছিলেন জেলাপরিষদের উপাধক্ষ নিশেষ ঘোষ, দেবরাজ পাল, এছাড়াও অন্যান নেতৃত্ব গণ | ছবি- নিজস্ব চিত্র।

