রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ২১সে পল্লীর দুর্গোৎসব

khabor 24 : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ২১সে পল্লীর দুর্গোৎসব রবিবার ২৯সে সেপ্টেম্বর এই পূজা ৭৩ বছর সমাপ্তি করলো. মুখ্যমন্ত্রী প্রদ্বীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন পুজোটা হবে বালিগঞ্জ ফাঁড়ির কাছে এবারের পুজোর ‘থীম হলো ‘মজাটাই যেখানে থিন’ দূর্গা প্রতিমা তৈরী করেছেন নব পাল এখানে উপস্থিত ছিলো সুরেশ শেঠিয়া সভাপতি. এই পুজোর সঙ্গে যুক্ত থাকছে পাঠ ভবন স্কুলের ছাত্ররা. মুখ্যমন্ত্রী বলেন পুজো ৭৩ বছর সমাপ্ত করলো আমি আশা রাখি এই পুজোর কয়েকশ চলবে পুজোর কমিটির কাছে আবেদন রাখেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে পুজোর করে যাবেন আপনারা.