২২শে জুন শনিবার কলকাতা প্রেস ক্লাবে লঞ্চ হলো

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : সংস্থার মালিক বলেন আমার কম্পানী এর আগে এই টেক্সি সার্ভিস চালু করেছিলো গোহাটিতে ৪ঠা ফেব্রুয়ারী ২০১৮ এবার পশ্চিমবঙ্গের কলকাতায় চালু করলাম. গোহাটিতে চালু করার পর কিছু ভুল ত্রুটি ধরা পরল সে ভুল ত্রুটিকে সংশোধন করে যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর দিয়ে নতুন ভাবে পরিশেবা দেওয়া হবে আমার প্রতিষ্ঠান ঠিক করেছে মহিলা ড্রাইভার রাখবে এটা এক সময় দেখা যাবে ৪০% পৌঁছে গেছে.