২২ পেরিয়ে ২৩ পা দিলো খেলা-আর-খেলা সে উপলক্ষে চাঁদের হাট বসেছিল নেহেরু চিলড্রেন হলে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ২২ পেরিয়ে ২৩ বছরে পা দিয়েছে খেলা-R-খেলা।বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজন করা হয়েছিল এক মিলন সন্ধ্যার। অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন MIC দেবাশিস কুমার। সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানে স্পনসর দের বিশেষ সম্মান জানানো হয়। এছাড়াও সাই ডিরেক্টর মনপ্রীত গুন্ডী, মানস ভট্টাচার্য, সম্বরন ব্যানার্জী, বিশ্বরূপ দে, গুরবক্স সিং, গোপীনাথ ঘোষ, আইনজীবী গীতানাথ গাঙ্গুলী সহ উপস্থিত সম্মানীয় ব্যক্তিদেরও বিশেষ সম্মান জানানো হয়।

