আগামী ২৪সে মে মূক্তি পাচ্ছে ছায়াছবি সাক্ষী

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বৃহস্পতিবার ১৬ মে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সৌভিক সরকার ছবির পরিচালক জানালেন আগামী ২৪ সে মে সাক্ষী মুক্তি পাবে. এখানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীদের মধ্যে দেবশঙ্কর হালদার সায়নী ঘোষ অনিন্দ্য ব্যানার্জী সঙ্গীত পরিচালক নীলাদ্রি ব্যানার্জী সৌভিকের এটা তৃতীয় বাস্তব জীবন নিয়ে এক ভিন্ন সাদের অন্য ধারায় ছবিটি হবে বলে জানা গেলো পরিচালকের কথায় গল্প ও চিত্রনাট্য ডিওপি জয়দীপ মুখার্জী এডিটর তমাল চক্রবর্তী আর্ট ঋষি বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী শান্তিলাল মুখার্জী উদয় রায় পার্থসারথী রায় ও লকেট চ্যাটার্জী জাভেদ আলী মহালীমা সিনহা অদিতি পাল ও শোভন. প্রোডিউসার রিক্তা মুখার্জী দয়াল প্রোডাকশনের ব্যানারে ছবিটি নির্মিত হয়েছে.!