২৬তম ইন্টার কোচিং ক্যাম্প এথেলেটিক মিট ২০১৯

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :২৬তম ইন্টার কোচিং ক্যাম্প এথেলেটিক মিট ২০১৯ বিবেকানন্দ যুব ভারতী ক্রিয়াঙ্গন ২৭-২৮ জুলাই বেলা ১১.০০ টা কিন্তু বৈকাল 3.00 উদ্বোধন করবেন মন্ত্রী অরূপ বিশ্বাস এমআইসি স্পোর্টস & ইয়ুথ সার্ভিস সঙ্গে থাকার কথা সুজিত বোস. ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন এথেলেটিক কোচেস এসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক স্বপন রাহা সঙ্গে ছিলেন অজিত অজিত ব্যানার্জী বিওএ সভাপতি / প্রফেসর সুজয় বিশ্বাস ডিরেক্টর ও সিইও টেকনো ইন্ডিয়া / শ্রীমতি রুপা ব্যানার্জী আরোও অনেকে.এবং প্রোচী মেহেতা সর্ব শেষ উপস্থিত হন এই ক্যাম্পে অংশ নিতে চলে এসেছে বাংলাদেশের টীম ও ম্যানেজার আর থাকছে আমাদের রাজ্যের জেলাগুলি থেকে ১২ মেম্বারের দল. দু দিনে ৮০০ জন অংশ গ্রহণ করবে সাকুল্লে এর পর আগামী ৮-১১ আগস্ট রাজ্য এথেলেটিক মিট এই ক্রীড়াঙ্গনে হবে.