একচল্লিশতম জাতীয় খো খো বাসবেরিয়ায়

সত্যজিৎ চক্রবর্তী : সপ্তগ্রাম, হুগলী, ২৬সে ডিসেম্বর সোমবার, বিধানসভার অন্তর গত বাঁশবেড়িয়া পৌঁরসাভার খামার পাড়া শিশু সংঘ মাঠে ৪১তম জুনিয়র ন্যাশনাল খোখো খেলাটির শুভ উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত সঙ্গে ছিলেন হুগলী জেলা শাসক ডক্টর পি, দীপাপ্রিয়া, (আই, এ, এস ), জেলা পরিষদের উপাধ্যক্ষ নিশেষ ঘোষ, চেয়ারম্যান অমিত রায়, চেয়ারম্যান আদিত নিয়োগী, বিশিষ্ট সমাজ সেবী দেবরাজ পাল সহ অন্যানো নেতৃত্ব গণ |