পঞ্চম ভারত গৌরব অনন্য সম্মান – ২০১৯

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : শুক্রবার ৩০সে আগস্ট রিপোর্টার এন্ড ফটোগ্রফার এসোসিয়েশনের পরিচালনায় এবং ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ জার্নালিস ও বাংলা একনজর সংবাদপত্রের সহায়তায় পঞ্চম ভারত গৌরব প্রদান অনুষ্ঠান হলো কলকাতা প্রেস ক্লাবে অভিনেতা রাহুল বর্মন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন. উপস্থিত ছিল  সম্পাদক অনুপ বর্ধন চেয়ারম্যান ডাঃ গোপাল চন্দ্র সিনহা.এবারে স্বর্নপদক পায় শ্রীলগ্না  দেবমিশ্ৰ ও নৌশাদ মল্লিক / রূপোপদক পেলেন ডাঃ কৌশিক রায় চৌধুরী চিত্তরঞ্জন মন্ডল দিলীপ সাঁতরা সৌরভ ঘোষ ও সঙ্ঘমিত্রা মুখার্জী.অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি অনিল কুমার দাস সুখেন মন্ডল ও উমেশ রায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুপ কুমার বর্ধন ও সুখেন মন্ডল.