৬৯তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়ন শিপ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ৬৯তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক চ্যাম্পিয়ন শিপ ২০১৯ শুরু হবে এর উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়া ও ইউথ সার্ভিসেস পশ্চিমবঙ্গ সরকারের ৮ই আগস্ট বিকেল ৩ টায় তিনি চীফ গেস্ট হিসাবে উদ্বোধনের খেলা শুরু হয়ে যাবে জানালেন কমল কুমার মিত্র সম্পাদক ও প্রসূন মুখার্জী এই চ্যাম্পিয়ানশিপে অংশ গ্রহণ করছে রাজ্যের বিভিন্ন জেলা ও ক্লাব এবং প্রতিষ্ঠান থেকে ১২০০ প্রতিনিধী ‘হওয়ার’ সঞ্জীবন হাসপাতাল মেডিক্যাল সাপোর্ট দেবে জানালেন তাদের কর্মকর্তা শধু এই দিন গুলি নয় পরে চির স্থায়ী কয়েকটি সুযোগ দেবার কথা হয়েছে.আগামী ১১ ই আগস্ট বিকেল ৪ টে সমাপ্তি হবে সেদিন কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকার কথা আছে

