আয়োজিত করা হলো স্বাধীনাতা দিবস সমারোহ ২০১৯ ও স্বেচ্ছা রক্তদান শিবির

সাগর পাণ্ডে খবর ২৪ : কোলকাতা বড়তলা স্ট্রিট বারোজাজারে আয়োজিত করা হলো স্বাধীনাতা দিবস সমারোহ ২০১৯! লাল বাহাদুর শাস্ত্রী মিশন ফাউন্ডেশন ও জয় মাতা দি ভক্ত মণ্ডল (বড়তলা ) দ্বারা আয়োজিত করা হয়ে ছিল যেখানে সারা দিন বেপি নানা সমাজ মূলক কাজ রক্ত দান ,ও সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হয়ে ছিল যেখানে উপস্তিথ ছিলেন রাহুল সিনহা ,দীনেশ পাণ্ডে ,কিশন ঝবার ,রাজেশ সিনহা ,বিজয় ওঝা ,সোম মন্ডল ,অরুন হালদার ,রাধারানী দত্ত ,প্রোগ্রাম বেবস্তাপনায় ছিলেন বিশ্বনাথ আগারওয়াল ,বিজয় সংকর ,তারেক গুপ্ত ,পুনাম লাথ ,শুক্লা বিশ্বাস ,সঞ্জু চৌধুরী ,চন্দন দাস ,গোপাল দাস ,মানজিৎ সংকর ,যুগের কুমার ,মনোজ রাম ,লোকনাথ রানা ,সতীশ সিংহ ,সঞ্জয় রাই ,দীপক সিংহ ,ছোটু মাহাতো ,ও সদাস বিন্দ সংস্থার জেনেরাল সেক্রেটারি কমল সোনাকার জানান কি আমরা প্রত্যেক বছর এই ভাবে স্বাধীনতা দিবাদ পালন করে থাকি আর আমাদের সাথে মানুষের সহযোগিতা পেয়ে থাকি সেই কারণে আমরা যেই ভাবে মানুষের জন্য কাজ কোরে যেতে পারছি !

