আয়োজীয় হলো 8th বঙ্গ গৌরব অন্নান্য সম্মান প্রদান উৎসব ২০১৯

খবর ২৪ : বাংলার মহান বেক্তিদের কর্মকৃতি ও বলিষ্ঠ ভূমিকাকে সম্মান জানাতে রিপোটার্স এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন এর উদ্যোগে আজকের প্রমিত মাসিক সাহিত্যিক পত্রিকা , খবর ২৪ ,আপকি খবর ,পালক (শিশু ও কিশোর সাহিত্যিক পত্রিকা ) সহায়তায় আয়োজীয় হলো 8th বঙ্গ গৌরব অন্নান্য সম্মান প্রদান উৎসব ২০১৯ ,অনুষ্ঠানের আয়েজন করা হয়েছে কোলকাতা প্রেস ক্লাবে , প্রদীপ জালিয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার ,শিশু সাহিত্যিক হান্নান আহসান ,কবি ও সাহিত্যিক সুখেন মন্ডল সভাপতি অনিল কুমার দাস ,সম্পাদক অনুপ কুমার বর্ধন ,ও সাংস্কৃতিক সম্পাদক বিজয় যোধানি ,এবারের সম্মান প্রাপকরা হলেন বিজয় যোধানি,উমেশ রায় ,প্রিয়রঞ্জন দে ,মৌসুমী চ্যাটার্জী,সুনীল ধারা সোমনাথ নস্কর ,চিন্ময় দত্ত ,হান্নান আহসান, অর্ণব দাস ,তাছাড়া উপস্থিত ছিলেন অর্চনা বর্ধন ,মৌসুমী বর্ধন ,শ্যামল তালুকদার, শিবু দে ,আলোক ব্যানার্জী , সুশান্ত রায় ,দেবকুমার দে চিত্তরঞ্জন প্রমুখ ব্যক্তিগন সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সঞ্চালন করেন প্রিয়রঞ্জন দে !

