আজকের প্রমিত দারা আয়োজিত করা হলো বর্ষবরণ অনুষ্ঠান

অনুপ কুমার বর্ধন খবর ২৪ : আজকের প্রমিত দারা আয়োজিত করা হলো বর্ষবরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিভিন্ন নামি দামি কবি এও সাহিত্যিক উপস্তিথ ছিলেন উত্তর দমদম এর পৌরসভার পৌরপ্রধান সুবোধ চক্রবর্তী , বিশিষ্ট সমাজসেবী রণদেব ভট্টাচার্য ,বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কবি উৎপল চক্রবর্তী ,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর স্বপন মাইতি ,সমাজকর্মী তাপস দাস , চিত্রকর সুস্মিতা মাইতি।,সহ আয়োজক পত্রিকার সম্পাদক সুখেন মণ্ডল ,গোপীনাথ বান্ধোপাধ্যায়। সোমনাথ সরকার ,পবিত্র বিশ্বাস ,জোতিষ গোবিন্দ জানা ,সুস্মিতা মাইতি ,আরো প্রমুখ বিশিষ্ট অতিথি উপস্তিথ ছিলেন ,এখানে কবিতা পাঠ আলোচনার পাশাপাশি সঙ্গীত ,স্মারক সন্মান প্রদান করা হয়ে !