সে জন্য আমাদের হাসপাতাল কলকাতার নিকটবর্তী এলাকা সোনারপুরকে বেছে নিয়েছে.

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :.শনিবার ২২শে জুন এপেলো হসপিটাল চেন্নাই ইনফরমেশান সেন্টার খুললো শিবতলা সোনারপুরে মিঃ জয় ভার্গিস সিনিয়র কনসালটেন্ট নিউরোলজি (জুরিখ ইউনিভার্সিটি) এক সাংবাদিক সম্মেলনে বলেন নিউরোলজি মানুষের নার্ভের সঞ্চালন ক্ষমতা মানুষের রক্তের সঞ্চালন হয় শিরা উপশিরা দিয়ে এই শিরার রক্ত চলাচল করে এই রক্তই মানুষের অংগ – পতঙ্গকে সতেজ করে তোলে যার ফলে এখন নয়া চিকিৎসা ক্ষেত্রে যেমন – মিনিমালয় ইনভার্সিভ নিউরোসার্জরী , এন্ডোস্কোপিক ব্রেন সার্জারি & এন্ডোভাস্কুলার নিউরোসার্জরী