আত্ম-নির্ভরশীল এক নতুন ভারত গড়তে ব্রতী ‘ইরাকো’

খবর ২৪ :করোনা নামক এই অতিমারির কারণে পৃথিবী আজ এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে এর কারণে লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। Integrated Human Rights And Anti Corruption Organisation (IHRACO)-এর পক্ষ থেকে সারা দেশব্যাপী একটি সমীক্ষা ও তদুপরি কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের আত্মনির্ভর করার একটি পরিকল্পনা (ব্রত) নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে : সমমনস্ক সকল নাগরিকবৃন্দের কাছে আমাদের একান্ত অনুরোধ, স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দিয়ে আমাদের সামগ্রিক ক্ষতি বুঝতে প্রয়োজনীয় পরিসংখ্যান ও তথ্যাদি দিয়ে সাহায্য করতে এগিয়ে আসুন। আপনাদের দেওয়া মূল্যবান তথ্য আমাদের এই কর্মহীন বিপুল জনসংখ্যার পাশে দাঁড়াতে সাহায্য করবে। আসুন, সবাই মিলে আত্ম-নির্ভরশীল এক নতুন ভারত গড়ে তুলি।