এসিএবির সভাপতি স্বপন রাহা স্বারক তুলে দিচ্ছে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :বিকেএসপি, বাংলাদেশ ডাইরেক্টর জেনারেল এর তরফে বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় অজিত ব‍্যানার্জীর হাতে বিওএ অফিসে এসিএবি’র অন‌্যতম সহসভাপতি তপন দাশগুপ্ত ও অফিস সম্পাদক সত‍্যশ্রী ব‍্যানার্জীর উপস্হিতে এসিএবি সচিব স্বপন রাহা ৫ই আগষ্ট,২০১৯ স্মারক তুলে দে‌য়।