রাইস গুরুপের ১৪তম সমাবর্তন উৎসবে চাঁদের হাট বসেছিল Adamas নলেজ সিটি ক্যাম্পাসে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: রাইস গুরুপের ১৪তম সমাবর্তন উৎসবে চাঁদের হাট বসেছিল Adamas নলেজ সিটি ক্যাম্পাসে । এই সমাবর্তন অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাইসের কর্নধার সমিত রায় প্রমুখ ব্যক্তিত্বরা উপস্থিত হয়ে ছিল । এখানে এসেছিলেন রাজ্যের বিশিষ্ট বিভিন্ন সরকারি এমলারাও । এই প্রতিষ্ঠান থেকে পাস করা সর্বস্ত রের ফ্যাকাল্টির পাস করা ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল হাজারের উপর । মোমেন্ট প্রদান করেন সমিতবাবু । গত বছর এই সমাবর্তন ঘেরা তোপের মধ্যে এবার খোলা ময়দানে উপরে বিরাট কাপরের ছাউনি দিয়ে ঢাকা ছিল।

