এডামাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বৰ্ষিক সমাবর্তন এডামাস নলেজ সিটিতে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : মঙ্গলবার ২১ সে মে বারাসতে এডমাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান হয়ে গেলো ,সমাবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শংসাপত্রদেবার পাশাপাশি বিশিষ্ঠ গুণীজন ব্যক্তিদের সম্মানিত করা হয়. অনুষ্ঠানটি হয় এডামস নলেজ সিটিতে. এখানে চিফ গেষ্ঠ ছিল পদ্মবিভূষণ কো-ফাউন্ডার অফ ইনফসেস এন আর নারায়ণা মূর্তি তিনিই সমাবর্তনে ছাত্র-ছাত্রীদের স্মরণ করে দেন তোমরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ আরো নানা রকম উপদেশ ব্যক্ত করেন. তার সঙ্গে ছিলেন আচার্য প্রফেসর সুমিত রায় এডামস বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মধুসুধন চক্রবর্তী তারা ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র রুল দেন গ্রাজুয়েট ও ১৩৭ জন পোস্ট গ্র্যাজুয়েটদের এডামস বিশ্ববিদ্যালয় বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট রতন টাটা পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ও অধ্যাপক পার্থ ঘোষদের সম্মানিক ডি এস সি দিলো এছাড়া বিশিষ্ট গায়ক পণ্ডিত অজয় চক্রবর্তীকে সন্মানিক ডিলিট প্রদান করা হয়েছে অনুষ্ঠানের শেষ এক সাংবাদিক সম্মেলনে ইনফসেসের অন্যতম প্রতিষ্ঠাতা এন আর নারায়ণা মূর্তি সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের উত্তের বলেন ভারতের সার্বিক উন্নয়ন ঘটলেও তা আশানুরূপ নয়. স্বাধীনতার ৭২ বছর কেটে গেলেও দারিদ্র সম্পূর্ণ নির্মূল হয়নি স্বাস্থ্ শিক্ষা পরিষেবার মত নানা রকম সামাজিক সুরক্ষা প্রকল্পের ক্ষেত্রে এখনো পর্যন্ত প্রত্যেক দেশবাসীকে আসা সম্ভব হয়নি. পরিকল্পনা ও ম্যানেজমেন্টের দক্ষতার অভাব আছে.দেশের সার্বিক অগ্রগতি আশানুরূপ না হওয়ার পিছনে মূলকারন পেশাদারিত্বের অভাব.তিনি আশা করেন লোকসভার নির্বাচনের ফলাফল ঘোষণার পর কেন্দ্রে নয়া সরকার আসবে তারা পেশাদারীত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করবে. এবং মোদী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন গত ৫ বছরে মোদী সরকারের জমানায় আর্থিক উন্নয়ন ঘটলেও কর্মস্থানের সৃষ্টি হয়নি. এর সব থেকে বড় কারন নয়া কলকারখানা তেমন একটাও গড়ে ওঠেনি