অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে হার্টের চিকিৎসার উপর সেমিনার হলো আই টি সির সভা ঘরে

খবর ২৪ : জুন ৮ই জুন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে হার্টের চিকিৎসার উপর সেমিনার হলো আই টি সির সভা ঘৰে এই সেমিনার প্রধান বক্তা ডাঃ পি কে হাজরা হৃদরোগ বিশেষজ্ঞ সুমন্ত চ্যাটার্জি এ এম আর আই সৌমিত্র রায় রাজ্য শিক্ষক কার্ডিওলজি তারা সাংবাদিক সম্মেলনে জানালেন রোগ যে ভাবে বেড়ে চলেছে আগামী দিনে মহামারী দেখা দেবে তাদের আশঙ্খা.আজকের সেমিনার হার্টের রুগীর একটা ড্রাগের সন্ধান পাওয়া গিয়েছে তার ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনায় উঠে এই অষুধের দাম কম সাধারণ মানুষের কেনার ক্ষমতার মধ্যে আছে ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি কথা আলোচনায় উঠে আসল. চিকিৎসা করার জন্য একটি ভেকসিন আবিষ্কার করা হয়েছে যেমন ক্লিনিক্যাল ইন্টারভেনশনাল কার্ডিওলজির উপর এক নয়া ড্রাগ তাতে দেখা যাচ্ছে ৪০ বছরের উর্ধে যারা হার্টে আক্রান্ত তারা ক্রমশ সুস্থ হয়ে উঠছে. ডাক্তাররা বলেন হার্টের রোগের প্রকৃত কারন অনেক উপসর্গ লক্ষ করা যাচ্ছে যেমন রক্ত চাপ শরীরের উপর নানা রকম পেশার ইত্যাদি.

