করোনা আক্রান্ত হয়ে ৯০ বছর বয়সে প্রয়াত দিলীপ কুমারের ছোট ভাই

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: এহসান খান, কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ছোটভাই বুধবার প্রয়াত হয়েছেন মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু নিশ্চিত করেছে বুধবার রাত ১১ টায় ৷ মৃত্যুকালে এহসানের বয়স হয়েছিল ৯০ বছর ৷ দীর্ঘদিন ধরে অ্যালজাইমা, হাইপারটেনশনে ভুগছিলেন তিনি একই সঙ্গে করোনা পজিটিভ, জানতে পারা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷গত ২১ অগাস্ট সর্বকনিষ্ঠ ভাই আসলাম খান প্রয়াত হয়েছিলেন এই লীলাবতী হাসপাতালেই ৷ এহসান প্রয়াত হয়েছেন ৯০ বছর বয়সে আসলাম খান তাঁর থেকে কয়েক বছরের ছোট হবেন ৷ গতমাসেই আসলাম ও এহসান হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৷ করোনা উপসর্গ লক্ষ্য করার পরেই আসলাম এহসানকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ৷ সেখানে তাঁদের লালারসের নুমনা পরীক্ষা হতেই কোভিড পিজিটিভ ধরা পরে, তীব্র হতে থাকে শ্বাসকষ্ট, শরীরে প্রায় ৮০ শতাংশ অক্সিজেন সম্পৃক্ত হতে বাধা পায় ফলে সঙ্কট আরও বাড়তে থাকে ৷হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে ডায়বেটিস, হাইপারটেনশন, ও দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যা সর্বোপরি বয়স ৯০ বলেই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হলনা ৷

