এইমুহূর্তে ভোট হলে রাজ্যে তৃণমূল ৩৪ আসন পাবে, জানাচ্ছে জনমত সমীক্ষা

কলকাতা: প্রকাশিত হয়ে গিয়েছে লোকসভা ভোটের নির্ঘণ্ট । ১১ এপ্রিল থেকে ৭ দফায় দেশজুড়ে চলবে লোকসভা ভোট ও ২৩ মে চূড়ান্ত ফলঘোষণা। এই প্রথমবার পশ্চিমবঙ্গের ৪২টি আসনে ৭ দফায় হতে চলেছে ভোটগ্রহণ ।আর এই মুহূর্তে রাজনীতিতে জনমতের ধারাপ্রবাহ প্রকাশ করেছে এবিপি নিউজ সি ভোটার জনমত সমীক্ষা । এই জনমত সমীক্ষায় এবারের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের আঞ্চলিক দলগুলির ভূমিকা । ৪২ আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে বজায় থাকতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অবস্থান; গত লোকসভা নির্বাচনের মত এই নির্বাচনেও ৩৪টি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এমনই বলছে এই সমীক্ষা ।এছাড়াও, বিজেপি পেতে পারে ৮ আসন তবে বামফ্রন্ট বা কংগ্রেসের অবস্থার খুব একটা পরিবর্তন হবে না, বলছে এবিপি নিউজ সি ভোটার সমীক্ষা ।

