এআইএলএএফ সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জী তীব্র প্রতিবাদ সুজিৎ মুখার্জীর ‘গুমনামী’ চলচ্চিত্রের

শুক্রবার ২৩সে আগস্ট অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জী তীব্র প্রতিবাদ করলেন সুজিৎ মুখার্জী পরিচালিত ‘গুমনামী’ চলচ্চিত্রের নাম করণ নিয়ে তীব্র প্রতিবাদ করলেন কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে. এই চলচ্চিত্রে আমাদের বীর দেশ নায়ক নেতজী সুভাষ চন্দ্র বসু জীবনের শেষ প্রান্তে সন্যাস গ্রহণ করে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছিলেন. তার সহমত প্রকাশ করণ নেতাজী রিসার্চ প্রতিষ্ঠানে চেয়ারম্যান সুনীল ভট্টাচার্য. এর মধ্যে তিনটি কমিশন হয়ে গেছে তার থেকে প্রকৃত নেতাজির অন্তর্ধানের তথ্য সামনে আসে নি কিন্তু দুই সন্যাসীর নাম উঠে আসে তারা হলো শৈলমারীর ও গুমনামী এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে সেই কারনে পরিচালক ছবিটির নাম করণ গুমনামী অতএব আমাদের ফোরাম প্রেক্ষাগৃহে চালাতে দেবে না. যদি ছবির নাম করণ পরিবর্তন না হয় দরকার হলে আমরা আদালতের দারস্ত হবে এমনও হুমকি দিলেন.

