আজ জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ন এর জন্ম দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি

নিজস্ব সংবাদদাতা খবর ২৪:আজ জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলায় মহান স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট সমাজবাদী নেতা, জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, লোকনায়ক জয়প্রকাশ নারায়ন এর জন্ম দিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করছি,JDU এর রাজ্য সভাপতি অশোক দাস হুগলী জেলার তারকেশ্বর এর নিকট বল্লভীপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে লোকনায়ক জয়প্রকাশ নারায়ন মহাশয়কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রাজ্য কমিটির প্রধান সচিব সুভাষ সিংহ, আসানসোলে, দার্জিলিং জেলার সভাপতি ভূসন শোনী শিলিগুড়িতে, উত্তর দিনাজপুর জেলার সভাপতি, কামাক্ষা সরকার রায়গঞ্জ এ , সজল অধিকারী বালুরঘাটে,নয়ন সরকার মালবাজার এ, শ্যামল মাহাতো, দীনেশ মাহাতো, ঝাড়গ্রাম মানিক পাড়াতে, কলকাতার জয়প্রকাশ নারায়ন এর মূর্তির পাদদেশে সিদ্ধনাথ প্রসাদ,ড়ঃ সুপর্ন সরকার, মেঘনাদ যাদব আসানসোলে, প্রকাশ বাউড়ী পুরুলিয়া তে,মানিক দাস খড়গ্রামে, কমল বাগ ময়নাতে, গনেশ সিংহ ঠাকুর বাঁকুড়া জেলার ওনদা তে জয়প্রকাশ নারায়ন এর জন্ম দিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। রাজ্য সভাপতি অশোক দাস,বলেন জয়প্রকাশ নারায়ন আমাদের প্রেরনা, ভারতবর্ষের স্বাধীনতার পর,১৯৭২-৭৭ পর্যন্ত তার নেতৃত্বে আন্দোলন এর মধ্যদিয়ে পুনরায় গনতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল।এছাড়াও গঙ্গা প্রসাদ সিং, অভিজিৎ লাহিড়ী, রামপ্রসাদ চক্রবর্তী, বাপ্পা পুরকায়স্থ, পঙ্কজ ধর, বাপি খাঁন ,মুকেশ সাহানি,সহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

