এক রাশ শূন্যতা”

অনুপ কুমার বর্ধন

 

শম্পা তুমি যাই বলো না কেন
প্রেম… একদম নেই
তোমার তৈরি ডিকশনারিতে।

যখন আমি প্রেম ভালোবাসার জন্য
পাগল হয়ে তোমার দিকে তাকিয়ে
তখন তোমার হৃদয়ের ভেতর থেকে
শ্রদ্ধা পড়ছে আছড়ে আছড়ে।

ঠিক হয়নি শম্পা–
শ্রদ্ধা আমার কাছে ছিল
বিভীষিকাময় জমকালো
আকাঙ্খাহীন ধাপ্পা।

আমাকে তোমার দেওয়ার ছিল অনেক
আমার কাছে পাওয়ার ছিল অনেক
একরাশ শূন্যতা নিয়ে তুমি গেলে চলে
আর এক শূন্যতায় আমার জীবন ঝুলে।

আমার প্রতি তোমার ছিল কি অভিমান?
আমি জানি না
তবুও তুমি স্বপ্নে এসে… দূরে দাঁড়িয়ে
টা – টা করো হাত নাড়িয়ে।

শোনো শম্পা…
আমার ভালোবাসার শক্তি তোমাকে
যেতে দেবে না দূর থেকে দূরে
তুমি থাকবে চিরকাল
শুধু আমার হৃদয় জুড়ে।