একটা ঝড়

 

 

অনুপ কুমার বর্ধন

 

হঠাৎ একটা ঝড়
পেমেন্টাল গার্ডেন থেকে
বয়ে নিয়ে আসে
এক বিধ্বস্ত বাবা, মা ও মেয়েকে
আমার বাড়ির অঙ্গনে।

প্রশ্ন ছিল আমার–
কি হয়েছে তোমাদের ?
পাড়াপড়শিরা পরিকল্পিতভাবে
গৃহছাড়া করেছে আমাদের।

আমি কিছুক্ষণের জন্য
হয়ে যাই স্তব্ধ…
তারপর হঠাৎ আমার
মাথাটা যায় ঘুরে,
মুহুর্তের মধ্যে জ্বলে উঠে–
ছুটে যাই পুলিশ স্টেশনে।

অর্চনা সেই প্রথম
ঝড়ের হাত ধরে তোমার সাথে দেখা
আতঙ্কিত… ভীত সন্ত্রস্ত
এক অসহায় নারীকে।
প্রতিবাদে আমি তখন গর্জে উঠি
থানার দেওয়ালে… আমার হুঙ্কারের দাপট
প্রতিধ্বনিত হতে হতে
তুমি হয়ে গেলে শান্ত
আতঙ্ক ভয় তোমাদের
নিমেষের মধ্যে যায় হারিয়ে
একটা ভরসা…
মসৃন ভাবে নেমে এলো আমার উপরে

অর্চনা… তারপর থেকে আর
আতঙ্ক… ভয় তোমার
বাড়ির দরজার চৌকাঠে
সাহস পায়নি পা রাখার।

সেই প্রথম আমার চোখ পড়ে
তোমার উপরে–
সেটা কি প্রেম ছিল
না, আমার উপর তোমার
পুরোপুরি ভরসা ছিল
জানি না… জানি না
আজও আমার কাছে অজানা।

তারপর তোমার বাড়িতে
আমার ঘন ঘন আগমন
আমার প্রতি আস্থা.. ধীরে
গাঢ় হয় তোমাদের মন।

অর্চনা তুমি সত্যি করে বলো তো
এখানে কি কোন প্রেম ছিল?
আমি বলব না… ভালোবাসা ছিল
ইংরেজিতে কী যেন বলে রেসপেক্ট
বাংলায় শ্রদ্ধা… সম্মান
ভালোবাসা তখন থেকে
ভাসছিল গঙ্গার জলে
তোমার সাথে সাথে
সেটাও গেল  চলে ।