অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের সুবর্ণজয়ন্তী পদার্পনে কয়েকটি অভিনব প্রয়াস

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : বৃহস্পতিবার ১৮ই জুলাই অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের সুবর্ণজয়ন্তী সপ্তাহ পালন হচ্ছে সারাদেশে রাজ্য জুড়ে চলেছে অভিনব পদ্ধতিতে (এআইবিলওসি)-র সাধারণ সম্পাদক সঞ্জয় দাস কলকাতার তাদের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জানালেন আমরা এই সপ্তাহটিকে কেন্দ্র করে নানা রকম জনসংযোগের ব্যবস্থা করছি আমরা মাত্র ব্যাঙ্ক সঙ্কটের কথা ভাবছিনা ভাবছি অন্য সকল জাতীয় করন সংস্থা গুলির কথাও ভাবছি ত্রদের মধ্যে মহাসঙ্কটে পড়েছে বিএসএনএল আজ আমাদের সংগঠন ভাতৃত্বের হাত বাড়িয়ে আমাদের কর্মীরা বিএসএনএল কর্মীদের হাতে রাখি পড়িয়ে দেয়. এর পর আসছে কোল ইন্ডিয়া বিমান জুট এমন অনেক সংস্থা আছে এদের সঙ্গে নিয়ে সরকার যেন এই সংস্থা গুলির কথা ভাবেন তা না হলে দেশের অর্থনীতি মহা সংকটে পড়বে এদের কথা যেন কেন্দ্রীয় সরকার সহনাভূতির কথা উল্লেখ করেন.সর্বশেষ বলেন রাষ্টায়ত্ব ব্যাঙ্কগুলি এক করা আরোও সঙ্কটজনক মনে করেন কনভেনশনের সদস্যবৃন্দ তাড়াহুশিঁয়ারি দেন এই সংযুক্তকরন বন্ধ করে গ্রামেগঞ্জে নতূন নতুন সাখা বিস্তারের মাধ্যমে ব্যাঙ্কের আয় বাড়ানো যেতে পারে. এতে গ্রামের লোকেদের অর্থ সঞ্চয়ের প্রবনতা বাড়বে.