অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন নানান দাবিতে পদযাত্রা শিয়ালদহ ও বাবুঘাট থেকে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :শুক্রাবার অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন নানান দাবিতে পদযাত্রা করবে শিয়ালদহ ও বাবুঘাট থেকে কোলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক সর্বভারতীয় কমিটি বিশ্বম্ভর বসু এই পদযাত্রা ৭ দফা দাবীকে কেন্দ্র করে যেমন : চাল-গম-চিনির কুইন্টাল প্রতি ২৫০/- কমিশন/রেশন ডিলারদের কম পক্ষে মাসে ৩০০০০/- টাকা উপার্জন করতে পারে/তিন বছরের ১৬/- হরে বকেয়া কমিশন ফেরত চাই/বর্তমান রাজনৈতিক অস্থিরতায় রেশন ডিলার ঘাড়ে চাপিয়ে দেওয়া মানবনা/বিগত দিনের সাড়ে তিন বছরের ‘হ্যান্ডেলিং লস’ তুলতে হবে আমরা সমাজে মাথা উঁচু করে বাচঁ চাই.আমাদের দাবিগুলি সঠিক সময় আমরা না পেলে. আগামী ৯ই সেপ্টেম্বর এক সভার পর আমাদের ফেডারেশনে সকল সদস্যরা এক যোগে ডিলারশিপ তুলে নেবার আবেদন কর. বিশ্বম্ভর বাবুর সকলের এক মত তারা হলো নিখিলেশ ঘোষ সাধারণ সম্পাদক ডব্লু বি এমআর ডিলার্স এসো. কালীচরণ গুপ্ত সভাপতি অল বেঙ্গল ফেয়ার…. নিমাই নস্কর কার্যকরী -সম্পাদক বেঙ্গল ফেয়ার…. কাঞ্চন খান সভাপতি পশ্চিমবঙ্গের জাতীয়তাবাদী এম আর ডিলার্স