প্রতি মাসে ৬০ হাজার পেনশন চাই? ন্যাশনাল পেনশন স্কিমের নিয়মে বড় বদল আনল কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে৷ ২০০৯ সালের পয়লা মার্চ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্য এই পেনশন স্কিম শুরু করা হয়েছিল৷ বর্তমানে দেশে ২ কোটি মানুষ এই পেনশনের গ্রাহক৷ জিনিসপত্রের দাম ও মুদ্রাস্ফীতির হার যে ভাবে বাড়ছে, তাতে ভবিষ্যতে মাসে ৬০ হাজার টাকা পেনশনের পরিকল্পনা করছেন৷ সেটা কি ন্যাশনাল পেনশন স্কিমে সম্ভব? এনপিএস-এর নিয়মে একটি বড়সড় বদল আনল সরকার৷কী ভাবে মিলবে ৬০ হাডার টাকা পেনশন? আপনি যদি ২৫ বছর বয়সে ন্যাশনাল পেনশন স্কিমে নিবেশ করেন, তা হলে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার টাকা করে লগ্নি করতে হবে৷ ৩৫ বছরে মোট ২১ লক্ষ টাকা লগ্নি করলেন৷ ৮ শতাংশ সুদের হারে রিটার্ন পেলেও মোট ১.১৫ কোটি টাকা রিটার্ন পাচ্ছেন৷ এর ৮০ শতাংশ টাকা মানে ৯৩ লক্ষ৷ বাকি ২৩ লক্ষ টাকা একসঙ্গে তুললেন৷ ইউনিটি রেট ৮ শতাংশ হলে, ৬১ হাজার টাকার কাছাকাছি পেনশন মিলছে৷ সঙ্গে নগদ ২৩ লক্ষ টাকাও৷কী ধরনের পরিবর্তন হয়েছে নিয়মে? ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস-এর পুরনো সাবস্ক্রাইবাররা অনেকেই স্কিম থেকে বেরিয়ে গিয়েছেন৷ তাঁরা চাইলে ফের ন্যাশনাল পেনশন স্কিমে টাকা খাটাতে পারেন৷ ন্যাশনাল পেনশন স্কিমে মেয়াদ শেষে ৮০ শতাংশ টাকা পেনশন ও বাকি ২০ শতাংশ একসঙ্গে তুলতে পারেন গ্রাহক৷ এবার থেকে কেউ চাইলে ওই ২০ শতাংশ টাকাও ফের লগ্নি করতে পারেন৷ ফলে আপনি যদি মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত পেনশন চান, তা হলে ফেল লগ্নির মাধ্যমে তা বাড়িয়ে নিতে পারেন৷নিয়ম অনুযায়ী, ৬০ বছর বয়সের আগে যে কোনও সময় এই স্কিম থেকে বেরিয়ে আসা যায়৷ এই টাকা ম্যাচিওর হওয়ার পরে ৮০ শতাংশ পেনশন হিসেবে গ্রাহককে দেওয়া হয় এবং ২০ শতাংশ একসঙ্গে তুলে নেওয়া যায়৷ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস-এর কদর বাড়াতে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে একগুচ্ছ প্রস্তাব আনা হয়৷ এনপিএস-এ লগ্নির উপর ৫০,০০০ টাকা অবধি করছাড় ঘোষণা করা হয়েছিল৷ এবার, মোট টাকার ৬০ শতাংশ তুলে দেওয়ার ছাড় ঘোষণা করে কেন্দ্র৷ এনপিএস-এ লগ্নি করার জন্য করদাতা ওই ৫০,০০০ টাকা ছাড় আয়কর আইনের ৮০সি ধারায় নির্ধারিত ১.৫০ লক্ষ টাকার অতিরিক্ত দাবি করতে পারেন৷প্রকল্প থেকে একেবারে বেরিয়ে না গেলে অথবা বয়স ৬০ বছর না হওয়া অবধি লগ্নিকারী তাঁর নিজের অ্যাকাউন্ট থেকেই একটি টাকাও তুলতে পারতেন না৷ লগ্নিকারীর বয়স ৬০ বছর হলে অথবা লগ্নিকারী প্রকল্প থেকে একেবারে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে, মোট জমার ২০০ শতাংশ অবধি তুলতে নেওয়া যায়৷ বাকি ৮০ শতাংশ দিয়ে পিএফআরডিএ (পেনশন নিয়ামক সংস্থা) নির্ধারিত কয়েকটি জীবন বিমা সংস্থার থেকে পেনশন কেনা আবশ্যিক৷

