এলাহাবাদ ব্যাঙ্কের চলতি আর্থিক বছরের প্রথম ফল ঘোষণা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :এলাহাবাদ ব্যাঙ্ক চলতি আর্থিক বছরে প্রথম কোয়ার্টারে লাভ করল ১২৮ কোটি টাকা. ৩০.৬.১৯ ব্যবসা বেড়েছে ৩৭৭৭৭৮ এলাহাবাদ ব্যাঙ্কের সিএইচ এস এস মল্লিকার্জুন ম্যানেজিং ডিরেক্টর জানান গত বছর এই সময় ব্যবসার পরিমান ছিল ৩৬৫১৩৭ কোটি. ব্যাঙ্ক কর্মকর্তাদের কথা অনুসারে আগের থেকে আমাদের আর্থিক অবস্থা অনেক ভালো. গ্রাহকদেরও অনেক সুযোগ সুবিধা বেড়েছে.প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সি এইচ এস এস মল্লিকার্জুন রাও কে রামচন্দ্রন-এক্সিকিউটিভ ডাইরেক্টর ও সঞ্জয় আগরওয়াল-জেনারেল ম্যানেজার.