আমার অনন্যা’

অনুপ কুমার বর্ধন
শম্পা–
আমাকে এখনও টানে
তোমার শিশুসুলভ দুষ্টুমি
ভালোলাগে মনেপ্রাণে
তোমার সাথে আছে মেয়ে মৌসুমী।
মিথ্যা তুমি পারো না বলতে সাজিয়ে-গুছিয়ে মেলে ধরো আমার কাছে
আমি জেনে বুঝেও তোমাকে হারায়নি
জেতো আমি চেয়েছি বারে বারে।
আমাকে হারানোর আনন্দ
শেয়ার করতে মেয়ের কাছে
তোমার জেতার আনন্দকে কোনও ভাবে
সত্য প্রকাশে কারণ কষ্টকে
আসতে দিইনি তোমার কাছে।
তোমার মুক্তোর মতো ঝকঝকে দাঁত
লাল লিপস্টিকে মাখানো দু’ঠোঁটের মাঝে
এক অদ্ভুত দুষ্টু হাসি মাখা মায়া
চুম্বকের মত বার বার টানে
তোমার কাছ থেকে আরও অনেক কাছে।

