‘মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে’, বাংলায় এসেই হুঙ্কার অমিত শাহের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে৷ রাজ্য সফরে এসেই এই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ একই সঙ্গে তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি৷দু’ দিনের রাজ্য সফরে পশ্চিমবঙ্গে এসে এ দিন বেলা সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টারে বাঁকুড়া পৌঁছন অমিত শাহ৷ সেখানে প্রথম বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করেন তিনি৷ সেখানেই সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে রাজ্য সরকারকে আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি বলেন, ‘যেভাবে বিজেপি কর্মীদের উপরে মমতার সরকার অত্যাচার চালাচ্ছে, তাতে আমি নিশ্চিত ভাবে দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে৷ আগামী দিনে বাংলায় দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে বিজেপি৷’তিনি আরও বলেন, ‘কাল রাত থেকে বাংলায় আছি, যেখানেই যাচ্ছি, মানুষের মধ্যে এরকম উৎসাহ দেখছি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের রাগ যেমন দেখছি, সেরকমই নরেন্দ্র মোদি সরকারের প্রতি আস্থা চোখে পড়েছে৷ নরেন্দ্র মোদির নেতৃত্বেই বাংলায় পরিবর্তন আসবে৷ নিদারুণ দারিদ্রে ডুবে থাকা বাংলার মানুষের কাছে কেন্দ্রের কোনও সাহায্য পৌঁছচ্ছে না৷ আদিবাসীদের ঘর তৈরির টাকা, কৃষকদের বছরে ৬ হাজার টাকা, গরিব পরিবার পিছু কেন্দ্রের পাঁচ লাখ টাকার স্বাস্থ্য বিমা- কেন্দ্রের কোনও সাহায্যই পৌঁছতে দিচ্ছে না রাজ্য সরকার৷’ যদিও এ ভাবে বিজেপি-কে রোখা যাবে না বলেই দাবি তাঁর৷এ দিন ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গলায় ফের একবার সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি শোনা গিয়েছে৷ বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন, ‘বাংলা একটি সীমান্তবর্তী রাজ্য৷ বাংলার অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে দেশের নিরাপত্তা জড়িয়ে৷ বাংলার বেকার যুবকদের চাকরি দিতে, গরিবি দূর করতে একবার বিজেপি-কে একটা সুযোগ দিন৷ আমরা সোনার বাংলা গড়ে দেব৷ ‘এ দিন বাঁকুড়ায় একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের৷ দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সমাজের বিশিষ্ট জনেদের সঙ্গেও দেখা করবেন তিনি৷ পাশাপাশি চতুর্ডিহি গ্রামে একটি আদিবাসী পরিবারে গিয়ে মধ্যাহ্নভোজ সারবেন তিনি৷

